Site icon Jamuna Television

কমিশনের সামনে প্রতিবাদী হানিফ বাংলাদেশী

নির্বাচন কমিশনের পদত্যাগ ও সংস্কার দাবিতে কমিশনের সামনেই হানিফ বাংলাদেশী প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার সকাল ১১ টায় দাবি সম্বলিত পোস্টার নিয়ে তাকে কমিশনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

এসময় তিনি বলেন, নির্বাচন কমিশন ও ভোটাধিকারের উপর জনগণ আস্থা হারিয়েছে। হারানো আস্থা ফিরিয়ে আনতে হলে এবং ভোটারদের কেন্দ্রমূখী করতে হলে নির্বাচন কমিশনের সংস্কার করতে হবে। সরকারের আজ্ঞাবহ এই নির্বাচন কমিশনের পদত্যাগ হবে ভোটবিমুখ জনগণের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে সাংগঠনিক রূপ দিতে এবং নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়া গণতন্ত্রকে অর্থবহ করবে।

হানিফ বাংলাদেশী অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে নতুন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

Exit mobile version