Site icon Jamuna Television

বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না সালাহ, জানালেন ম্যানেজার

মোহাম্মদ সালাহর পরের ম্যাচ খেলতে পারছেন না। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গতকাল থেকেই। আজ সোমবার সেটাই নিশ্চিত করলেন লিভারপুল ম্যানেজার জারগেন ক্লপ।

গত শনিবার নিউক্যাসলের বিপক্ষে জয়ী হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন মিশরীয় সুপারস্টার। ক্লপ বলেছেন, ‘ওর মাথার আঘাতটির কারণে খেলতে পারছে না। এমনিতে ভালো হয়েছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে ওর না খেলাই ভালো হবে।’

কাম্প নউয়ে প্রথম লেগে ৩-০ গোলে হারায় লিভারপুলের জন্য এমনিতেই কাজটা কঠিন হয়ে পড়েছে। সেখানে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সালাহ-ফিরমিনোকে না পাওয়াটা দলের জন্য অনেক বড় ধাক্কা মানছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।

এমন দুঃসংবাদে চিন্তিত লিভারপুল ম্যানেজার। বললেন, ‘বিশ্বের সেরা দুই স্ট্রাইকার ছাড়াই আমাদেরকে পরের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হতে হবে। এটা সহজ হবে না। তবে যেহেতু মাঠে ১১ খেলোয়াড় নিয়ে আমরাও নামবো, আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।’

Exit mobile version