Site icon Jamuna Television

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত, বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় মারা যান তিনি।

যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন সুবীর নন্দীর মেয়ে জামাই রাজেশ শিকদার। তিনি জানান, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর নেয়ার দুই দিন পর সুবীর নন্দীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। কিন্তু তারপর আবার স্বাস্থ্যের অবনতি হয়।

উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী।

সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি।

Exit mobile version