Site icon Jamuna Television

অবশেষে মুক্তি পেলেন মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিক

৫০০ দিন কারাভোগের পর, অবশেষে মুক্তি পেলেন মিয়ানমারে সাজাপ্রাপ্ত রয়টার্সের আলোচিত দুই সাংবাদিক। গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন তারা।

ওয়া লোন ও চ্যাও সো উ’র বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ছিলো। গেলো সেপ্টেম্বরে তাদের ৭ বছর করে কারাদণ্ড দেন ইয়াঙ্গুন আদালত। ঐ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতেও আপিল করা হয়। সংবাদকর্মীদের সাজার সমালোচনা করে জাতিসংঘসহ মানবাধিকার সংগঠনগুলো। তাদের মুক্তির জন্য সু চি প্রশাসনকে চাপ দিয়ে যাচ্ছিলো যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশ। রাখাইনে, রোহিঙ্গা নিধনযজ্ঞ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের সময়, ২০১৭ সালে আটক হন সাংবাদিক ওয়া লোন ও চ্যাও সো উ।

Exit mobile version