Site icon Jamuna Television

নাইজারে জ্বালানি বোঝাই ট্যাংকার বিস্ফোরণে নিহত ৬০

নাইজারে জ্বালানি বোঝাই ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত ৬০ জনের। সোমবারের এ দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন আরও ৩৭ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিদগ্ধদের অবস্থা আশঙ্কাজনক; বাড়তে পারে নিহতের সংখ্যা। রাজধানীর সাথে আন্তর্জাতিক বিমানবন্দরকে সংযোগকারী সড়কে হয়েছে দুর্ঘটনা। মধ্যরাতে, তেল বোঝাই ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এসময়, স্থানীয়রা জ্বালানি সংগ্রহের জন্য ভিড় করলে হয় বিস্ফোরণ। ঘটনাস্থল থেকেই ৫৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকিদের হাসপাতালে নেয়া হলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Exit mobile version