Site icon Jamuna Television

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের প্রধান বিচারপতি

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়ে গঠিত একটি প্যানেল সোমবার খারিজ করে দেয় অভিযোগটি।

উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে অভিযোগটি বাতিলের কথা জানান সংশ্লিষ্ট এক বিচারক। সম্প্রতি প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন আদালতের এক নারী কর্মকর্তা। শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন গগৈ। তিনি দাবি করেন, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রায় প্রচারের কথা থাকায় উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Exit mobile version