Site icon Jamuna Television

অস্ত্র-গুলি-ইয়াবাসহ ১০ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুত বিচারসহ ১০ মামলার আসামি সাজাহান ওরফে সাজু (৩০) কে একটি ওয়ান শুটারগান,২ রাউন্ড গুলি ও ১৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত সাজাহান রাজবাড়ী সদর উপজেলার ব্রিচাত্রা গ্রামের মোন্তাজ মিয়ার ছেলে। গত সোমবার (৬ মে) রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের স্যাটেলাইট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক অস্ত্র, ডাকাতি, দ্রুতবিচারসহ ১০ মামলার আসামি ও ৫ টি মুলতবি ওয়ারেন্টের আসামি সাজাহান ওরফে সাজুকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version