Site icon Jamuna Television

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিখোঁজ ৪, নারীর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদরের ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে ১১টার দিকে সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গিদারীর ধুতিচরা এলাকা থেকে ২৫-৩০ জন নারী-পুরুষ শ্যালো ইঞ্জিনচালিত নৌকা করে চরের উদ্দেশ্য রওনা দেয়। তারা চরের জমিতে ভুট্রাসহ অনান্য ফসল কাটতে যাচ্ছিলেন। এক পর্যায়ে নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝেপথে গিয়ে ডুবে যায়। নৌকা ডুবে যাওয়ার পর সাঁতার দিয়ে অনেকে তীরে চলে আসলেও নিখোঁজ হয় চারজন। পরে খবর পেয়ে প্রথমে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালান।

সদর থানার ওসি খানঁ মো. শাহারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রহ্মপুত্র নদীতে নৌকা ডুবে নিখোঁজ রয়েছে কয়েকজন। উদ্ধারে অভিযানে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত লোক থাকায় নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তিনি নিখোঁজ ও উদ্ধার হওয়া নারীর নাম পরিচয় জানাতে পারেননি।

Exit mobile version