Site icon Jamuna Television

নড়াইলে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য এক ছাত্রীর আত্মহত্যা

মায়ের ওপর অভিমান করে নড়াইলে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া এক ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ওই শিক্ষার্থীর নাম ইলা খান। সে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের গারোচোরা গ্রামের আজিজার খানের মেয়ে।

সোমবার ফলাফল প্রকাশিত হওয়ার পর বিকেলে সে নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইলা এবার নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে। সোমবার ফলাফল প্রকাশের দেখা যায় সে পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। ফলাফলের পর তার বাবা-মা অসন্তোষ প্রকাশ এবং বকাঝকা করে। ইলার মা তাকে বকা দিয়ে করে বলে ‘আমি বাড়ির বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে যেন তোর মরা মুখ দেখি’। এর পর ইলা প্রথমে বিষ পান করে। পরে বাড়ির ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু জানান, সোমবার রাতেই তার জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

Exit mobile version