Site icon Jamuna Television

দাম সহনীয় রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসনের বাজার মনিটরিং

রমজানের নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সকালে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত মোট ৪ টি বাজারে অভিযান চালায়। এসময় অতিরিক্ত দামে গরুর মাংস ও কাঁচা মরিচসহ নিত্য পণ্য বিক্রির অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে খাবার প্রস্ততসহ বেশ কিছু কারণে ব্যবাসায়ীদের সতর্ক করা হয়।

নগরীর রিয়াজ উদ্দীন বাজার, বায়েজিদ এলাকার সিরাজ মার্কেট, জাহাঙ্গীর মার্কেট ও চৌধুরী কমপ্লেক্সে অভিযান চালানো হয়। প্রথমদিন সতর্ক করা হলেও আগামী দিনগুলোতে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন কমকর্তারা।

Exit mobile version