Site icon Jamuna Television

বোমা হামলায় জড়িত সবাই হয়তো নিহত অথবা গ্রেফতার হয়েছে: শ্রীলঙ্কা

গত ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় জড়িত কেউ আর আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে নেই বলে দাবি করেছে শ্রীলঙ্কা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লঙ্কান পুলিশ প্রধান বলেছেন, সর্বশেষ নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই জন বোমা বিশেষজ্ঞ নিহত হয়েছে। এবং এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, এ ঘটনায় জড়িত কেউ আর নিয়ন্ত্রণের বাইরে নেই। তাদের সবাই হয়তো নিহত বা গ্রেফতার হয়েছেন।

গত ২১ এপ্রিলের এই হামলায় ২৫৭ জন সাধারণ মানুষ নিহত হন। এর মধ্যে বেশিরভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বী হলেও মুসলমানসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও ছিলেন।

হামলায় অংশ নেয়া ৯ যুবকের মধ্যে ২ জন ছিলো শ্রীলঙ্কার অন্যতম ধনী ব্যক্তি মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। হামলকারী সবাই ঘটনাস্থলেই নিহত হয়। তবে এর বাইরেও বেশ কয়েকজন হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিল। তাদেরকে অনেককে গ্রেফতার করা হয়েছে।

যদিও গত রোববার লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা বলেছিলেন, এখনও ২৫ থেকে ৩০ জন সন্দেহভাজন জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

Exit mobile version