Site icon Jamuna Television

কিশোরগঞ্জে চলন্ত বাসে গণধর্ষণের পর নাসর্কে হত্যা

কিশোরগঞ্জে চলন্ত বাসে গণধর্ষণের পর এক নাসর্কে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

গতরাত এগারটার দিকে বাজিপুর উপজেলার পিরিজপুর এলাকা থেকে শাহীনূর আক্তার তানিয়ার মৃতদেহ উদ্ধার হয়। সকালে হাসপাতালে গিয়ে তার পরিচয় শনাক্ত পরিবার।

স্বজনরা জানায়, তানিয়া ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সাথে প্রথম রোজা রাখতে গতকাল সন্ধ্যায় বেতনের টাকা নিয়ে এয়ারপোর্ট এলাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে করে কটিয়াদী’র গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। বাসে ওঠার পর বাবার সাথে বেশ কয়েকবার কথাও হয় তার। স্বজনদের ধারণা, পিরিজপুর এলাকায় আসার আগেই বাসের সব যাত্রী নেমে গেলে চালক-হেলপারসহ কয়েকজন তানিয়াকে ধর্ষণ করে। পরে হত্যা করে তার লাশ ফেলে দেয়।

Exit mobile version