Site icon Jamuna Television

রাজবাড়ীতে ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭৫ পিস ইয়াবাসহ বিধান কুমার সরকার (২৮) নামে এক আন্তঃজেলা ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত সোমবার (৬ মে) রাতে গোয়ালন্দঘাট দৌলতদিয়া কিয়ামউদ্দিন মোল্লাপাড়া (ক্যানালঘাট) এলাকা থেকে তাকে আটক করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত বিধান কুমার সরকার নাটোর জেলার সিংড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত গকুল চন্দ্র সরকারের পুত্র।

মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফী জানান, আটককৃত যুবক একজন পেশাদার আন্ত:জেলা মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version