Site icon Jamuna Television

সিলেটে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, জরিমানা

সিলেটে রোজার প্রথম দিনেই অভিযানে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিণ সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রের্ডাস, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি।

র‌্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে খাবার অযোগ্য মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম।

Exit mobile version