Site icon Jamuna Television

উচ্ছেদ ও চাঁদাবাজির প্রতিবাদে গুলিস্তানে হকারদের অবরোধ, দুর্ভোগ

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ এবং ফুটপাতে চাঁদাবাজি বন্ধসহ দশ দফা দাবিতে সড়ক অবরোধ করেছে হকাররা। বাংলাদেশ হকার ইউনিয়নের ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর গুলিস্তান গোলাপ শাহ মাজার ও নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ হকাররা।

‘রমজানে ফুটপাতে কোনো দোকান বসবে না’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এমন ঘোষণার একদিন পরই রাজপথে আন্দোলন শুরু করেছে হকাররা।

গতকাল সোমবার দুটি আলাদা সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন জানান, ডিএসসিসির কোনো ফুটপাতে হকার বসতে পারবে না। কেবল মতিঝিল অফিস এলাকায় অফিস শেষে হকাররা বসতে পারবে, তবে এই নিয়ম সিটির অন্য কোনো এলাকার জন্য প্রযোজ্য হবে না।

হকারদের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সুপারিশে ১১টি হলিডে মার্কেট করার কথাও জানান মেয়র সাঈদ খোকন।

তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ হকাররা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ৭ মে হকারদের ফুটপাতে বসার বিষয়ে মেয়র ইতিবাচক সিদ্ধান্ত জানানোর কথা। তবে এর আগেই হকারদের তুলে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে হকারদের আন্দোলনের কারণে গুলিস্তান গোলাপ শাহ মাজারের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বেলা ১১টা থেকে আটকে রাখা গাড়িগুলোতে থাকা মানুষের ভোগান্তি এর মধ্যেই চরমে পৌঁছেছে।

Exit mobile version