Site icon Jamuna Television

সুবীর নন্দীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। আজ এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। এসময় মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সুবীর নন্দীর মৃত্যুতে জাতি একজন বরেণ্য সংগীতশিল্পীকে হারালো। সুবীর নন্দী চলে যাওয়ায় বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গণে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। এই গুণী শিল্পীর অবদান বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে।
তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

Exit mobile version