Site icon Jamuna Television

রাজধানীতে বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর পশ্চিম মালিবাগ এলাকার একটি বাসা থেকে এস এম সালমান ইমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রমনা থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে সালমানের দুই বোন আর এক বোন জামাই হত্যা করেছে তাঁকে। মঙ্গলবার রাত ১১টার দিকে বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানায়, ২০ দিন আগে মারা যান বাড়ির কর্তা রশিদ। তারই একমাত্র ছেলে সালমান। অসুস্থ মা আর দুই বোন ও এক বোন জামাই নিয়ে বাড়ির তৃতীয় তলায় থাকতেন তিনি। দু’দিন আগে পরিবারিক ঝগড়া-ঝাটির পর সালমানকে আর দেখেননি প্রতিবেশিরা।

গতকাল ইফতারের পর, সালমান অসুস্থ বলে অ্যাম্বুলেন্স ডেকে আনে তার বোনরা। কিন্তু সালমানকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এক প্রতিবেশি। ঘটনার তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে সালমানের এক বোন ও তার স্বামীকে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বাড়ির কেয়ারটেকারকেও।

Exit mobile version