Site icon Jamuna Television

সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে সুবীর নন্দীর মরদেহ

সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে বরেন্দ্র সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ।

সকালে শাহাজালাল বিমানবন্দরে পৌঁছায় সুবীর নন্দীর মরদেহ। বিমানবন্দর থেকে তার মরদেহ নেয়া হবে গ্রীন রোডের বাসায়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে।তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টায় সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সুবীর নন্দীর মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।এরপর শেষ বারের মতো নিয়ে যাওয়া হবে এফডিসিতে । সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে রামকৃষ্ঞ মিশনে এবং দুপুরে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্বশানে একুশে পদক পাওয়া সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য সাত দিন আগে সিঙ্গাপুর নেয়া হয় তাকে। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই সংগীতশিল্পী। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছিলেন।

Exit mobile version