Site icon Jamuna Television

অস্ত্র আইন শিথিল করলো ব্রাজিল

ব্রাজিলে অস্ত্র আইন শিথিলে ডিক্রি জারি করলেন প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশটিতে, বিদেশি আগ্নেয়াস্ত্রের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হলো এ পদক্ষেপের মাধ্যমে।

নতুন নিয়মে, লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিরা বছরে এক হাজার থেকে পাঁচ হাজার রাউন্ড পর্যন্ত গুলি কিনতে পারবেন, যা আগে ছিল মাত্র ৫০ রাউন্ড। এছাড়া নিম্নপদস্থ সেনাসদস্যরা অবসর গ্রহণের পরও ১০ বছর পর্যন্ত সরকারি আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন। অস্ত্র কেনার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকলেও নতুন আইনের সম্ভাব্য পরিণতি ভয়াবহ, হুঁশিয়ারি নিরাপত্তা বিশেষজ্ঞ আর মানবাধিকার গোষ্ঠীগুলোর।

২০১৭ সালে রেকর্ড ৬৪ হাজার হত্যাকাণ্ড ঘটে ব্রাজিলে, যার ৭০ শতাংশেই ব্যবহার হয় আগ্নেয়াস্ত্র। ক্ষমতায় আসার আগে বোলসোনারোর অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল অস্ত্র আইন শিথিল করা।

Exit mobile version