Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরে ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার, চীনা নাগরিক আটক

চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চীনা নাগরিকের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস। সকালে দুবাই থেকে আসা বিজি-148 ফ্লাইটে বিমানবন্দরে নামেন চিনা নাগরিক ফান রংগোই। তার আচরণ সন্দহজনক হলে তল্লাশি চালায় কাস্টমস সদস্যরা। উদ্ধার হওয়ার স্বর্ণের ওজন দুই কেজি পাঁচশ’ গ্রাম। মামলার পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানায় কাস্টমস।

Exit mobile version