Site icon Jamuna Television

তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: তথ্যমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি শুধুমাত্র আদর্শহীনতার কারণেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ২০ দল ও বিএনপি থেকে অনেকেই চলে যাচ্ছে এবং আরো অনেকে যাবে।

তবে আওয়ামী লীগ বিএনপির এমন খারাপ অবস্থা চায় না বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপির নেতৃত্বের পরিবর্তন করতে হবে। তবে দলটি ঘুরে দাড়াতে পারবে।

Exit mobile version