Site icon Jamuna Television

কাবুলে সিরিজ বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি এলাকায় সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বুধবার সকালে ওই এলাকায় অন্তত দুটি বিস্ফোরণে আওয়াজ পেয়েছেন তারা।

ইতোমধ্যে সামাজিক মাধ্যমে বিস্ফোরণে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি বিস্ফোরণস্থলে বেশ কিছু প্রাইভেটকার অবস্থান করছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুবাই ভিত্তিক দ্য ন্যাশনাল পত্রিকার রিপোর্টার রুচি কুমার জানিয়েছেন, একটি বিস্ফোরণে ঘটনাস্থল দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের কাছেই। তবে প্রকৃতপক্ষে কী লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমি শার-এ-নাও এলাকায় একটি বিস্ফোরণে তথ্য নিশ্চিত করতে পারি। বাকিটা সম্পর্কে আমরা খোঁজ নিচ্ছি।

Exit mobile version