Site icon Jamuna Television

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ করে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

দুপুরে, রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময়, শিগগিরই তানিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানান তারা। বক্তারা বলেন, এঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে ধর্ষণ ও হত্যার মতো আরো ঘটনা ঘটতে পারে। সোমবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় শাহিনুর আক্তার তানিয়াকে। তিনি ইবনে সিনা মেডিকেলে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

Exit mobile version