Site icon Jamuna Television

মিয়ানমারে বাংলাদেশ বিমানের পাইলটসহ ১৮ যাত্রী চিকিৎসাধীন

মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়া বাংলাদেশ বিমানের পাইলটসহ ১৮ যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি। মূলত খারাপ আবহাওয়া কারণেই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। এতে এক শিশুসহ ২৯ জন যাত্রী ছিলেন। এছাড়া বিমান পরিচালনায় ছিলেন দু’জন পাইলট ও দু’জন কেবিন ক্রু। আহতদের কারো আঘাতই গুরুতর নয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ উড়োজাহাজের ফ্লাইটটি বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করেছিলো। আহতদের আনতে রাতেই পাঠানো হয় বিশেষ বিমান। তবে সে বিমানে দেশে ফিরেছেন দুর্ঘটনা কবলিত বিমানের ফিরতি ফ্লাইটের ১৭ যাত্রী। আহত কেউ এ ফ্লাইটে দেশে ফেরেননি।

Exit mobile version