Site icon Jamuna Television

সাতক্ষীরায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন হয়েছে।

বিকেলে কালিগঞ্জের চৌমুহনী বাজার চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক, অভিবাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।মানববন্ধনে অংশ নেয়া বক্তাদের অভিযোগ, শিক্ষক নিয়োগ, অনুদান এবং মাদ্রাসার গাছ বিক্রিসহ বিভিন্ন ভাবে ৫০ লাখ টাকা আত্মসাত করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল হক সরদারসহ আরও কয়েকজন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

Exit mobile version