Site icon Jamuna Television

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। র‍্যাবের দাবি, তারা মাদক কারবারি।

র‍্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, সাগরপথে ইয়াবার একটি চালান আসছে, এমন খবরে সৈকতের ডায়বেটিক পয়েন্টে অবস্থান নেয় তারা। এসময় অবস্থান টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক কারবারিরা। আত্মরক্ষায় র‍্যাব পাল্টা গুলি চালালে দুইজন নিহত হয়। এসময় এক নলা একটি বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।

Exit mobile version