Site icon Jamuna Television

এক হাতে স্যালাইন, অন্য হাতে সেবায় ব্যস্ত তিনি

নিজেই অসুস্থ চিকিৎসক। কিন্তু জরুরি রোগীর ভিড়। তাদের অনেকেই বৃদ্ধ, নারী ও শিশু। অনেকে ব্যাথায় কাতরাচ্ছেন। এ অবস্থায় আর বিশ্রামে থাকতে পারলেন না পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজী আবদুল্লাহ মারুফ। নিজের অসুস্থ শরীরেই রোগী দেখা শুরু করেন তিনি।

নিজের এক হাতে স্যালাইন লাগিয়ে অন্য হাত দিয়ে রোগীদের সেবা দিতে শুরু করেন ডা. কাজী আবদুল্লাহ মারুফ। অসুস্থ শরীরে রোগীকে সেবা দেয়ার ছবি নিমিষেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাতে স্যালাইন লাগিয়ে সেবা দেয়ার ছবি ছড়িয়ে পড়ে। অনেকেই তার এসব ছবি শেয়ার করে প্রশংসা করেছেন।

৩৬তম বিসিএসের মেডিকেল অফিসার ডা. কাজী আব্দুল্লাহ মারুফ। তিনি বাইরের হোটেলের খাবার খেয়ে ফুড পয়জনিংয়ের শিকার হয়েছেন। কিন্তু ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক দায়িত্ব থাকায় নিজের অসুস্থ শরীরে স্যালাইন লাগিয়ে রোগী দেখা শুরু করেন তিনি।

‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তেঁতুলিয়া,পঞ্চগড়’ ফেসবুক পেজে সোমবার ছবিগুলো শেয়ার করা হয়।

Exit mobile version