Site icon Jamuna Television

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট মিচেল তেমেরকে জেলে প্রেরণ

দুর্নীতির দায়ে আবারও ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট মিচেল তেমের’কে কারাবরণ করতে হলো। বৃহস্পতিবার, আদালতের সামনে হাজিরা দেয়ার নিশ্চয়তা দেন তিনি।

বুধবার, গণমাধ্যমকর্মীদের দেয়া সাক্ষাৎকারে সব অভিযোগ অস্বীকার করেন তেমের। জানান- ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে তাঁর আইনজীবী। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে রয়েছে ঘুষ, দুর্নীতির ছয়টি অভিযোগ।

সরকারি কৌসুলি জানান, ‘আংরা’ পরমাণু কেন্দ্র নির্মাণের টেন্ডার দেয়ার ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। গেলো মার্চেই তিনি কিছুদিনের জন্য গ্রেফতার হন। পরে, জামিনে মুক্তি পান। লেবানিজ বংশোদ্ভুত মিচেল তেমের ২০১৬ থেকে ১৮’ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন।

Exit mobile version