Site icon Jamuna Television

ধর্মীয় উস্কানি: ক্লু খুঁজতে আটক করা হয়েছে টিটু রায়কে

ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেয়ার ঘটনার ক্লু খুঁজতে টিটু রায়কে আটক করেছে পুলিশ। নীলফামারীতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে বলে নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক।

গত সপ্তাহে ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে কয়েক দিনের উত্তেজনার পর গত শুক্রবার রংপুরের পাগলাপীর এলাকায় মুসল্লিদের সড়ক অবরোধ ও বিক্ষোভের সময় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হন। এসময় বিক্ষোভকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করেন।

স্থানীয়রা ওই ফেসবুকের স্ট্যাটাসের জন্য টিটু রায়কে দায়ী করলেও ভিন্ন রকম দাবিও করছেন অনেকে। টিটু রায়কে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত দোষী সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে বলে মনে করছেন ডিআইজি ফারুক।

এদিকে হামলা ও আগুন দেয়ার ছয় মামলায় মঙ্গলবার পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩০ জন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে পথসভা করার কথা রয়েছে তার।

Exit mobile version