Site icon Jamuna Television

‘সড়ক দুর্ঘটনা রোধে বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি’

সড়ক দুর্ঘটনা রোধে আগামী বাজেটে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। উদ্বেগ প্রকাশ করা হলেও দুর্ঘটনা রোধে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও দাবি করা হয় সমিতির পক্ষ থেকে।

সকালে প্রেসক্লাবে নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে গোলটেবিলের আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। যাতে বক্তারা বলেন, সুশীল সমাজ,সাংবাদিক এবং ক্ষতিগ্রস্তদের কারণে দুর্ঘটনার বিষয়ে অনেকেই সচেতন। তারপরও দেশে সড়ক দুর্ঘটনার প্রকৃত কোন তথ্য নেই। পথচারীদের সুবিধা অনুযায়ী রাস্তা পারাপারে ব্যবস্থা করতে পারলে সড়কে প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বলেও জানান আলোচকবৃন্দ। সড়কের উন্নয়নে ২৪ হাজার কোটি টাকা বরাদ্দা রাখলেও দুর্ঘটনা প্রতিরোধে কোনো বরাদ্দ না থাকা দুঃখজনক বলেও দাবি করেন তারা।

Exit mobile version