Site icon Jamuna Television

চতুর্থ দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছে পাটকল শ্রমিকরা

বকেয়া পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো উৎপাদন বন্ধ রেখেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা। এদিকে, দাবি আদায়ে আজও ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

কাজে যোগ না দিয়ে ভোর ৬টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় জড়ো হন করিম জুটমিল ও লতিফ বাওয়ানি জুট মিলের শ্রমিকরা। এক পর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয় তারা। শ্রমিক নেতারা জানান, সম্প্রতি মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। প্রতিবাদে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত উৎপাদনে না ফেরার ঘোষণাও দেন পাটকল শ্রমিকরা।

এদিকে, রাস্তা অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এই পথে চলাচলকারীরা।

Exit mobile version