Site icon Jamuna Television

ঈদের আগে ও পরে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

সড়কে অবস্থা অন্যবারের চেয়ে ভালো, ঘরমুখো মানুষের ঈদে সড়কে কোন ভোগান্তি হবে না এমনটা জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, ঈদের আগে-পরে সাত দিন মহাসড়কে ট্রাক-লরির মত ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে। মহাসড়কে ত্রুটিপূর্ণ গাড়ি যাতে না চলতে পারে সেজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। অনিবন্ধিত যানবাহন চলাচল বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সরব থাকবে। বরাবরের মত এবারও ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসির বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে।

নজরুল ইসলাম বলেন, সড়ক-মহাসড়কের কোন অভিযোগ আসলে তা সংশ্লিষ্ট কর্মকর্তার অবহেলা হিসেবে গণ্য হবে, তাই দ্রুত সজাগ হবার তাগিদ দিয়েছেন তিনি। আরও জানান, ঈদের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দ্বিতীয় মেঘনা সেতু যান চলাচলেন জন্য খুলে দেয়া হবে। এছাড়া সিএনজি পাম্পগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

Exit mobile version