Site icon Jamuna Television

বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ গড়াতে দেরি

বৃষ্টির কারণে আয়ারল্যান্ড-বাংলাদেশের ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে। আজ বিকেল পৌণে ৪টায় খেলা শুরু হবার কথা ছিলো।

ভারি বর্ষণের কারণে ঠিক সময়ে টসও করতে পারেননি আম্পায়াররা। প্রচন্ড বৃষ্টি হওয়ায় এখনো ধারণা করা যাচ্ছেনা ঠিক কখন নাগাদ খেলা শুরু হতে পারে।

আগের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পেলেও এই ম্যাচে আসতে পারে পরিবর্তন। বিশ্বকাপের আগে স্কোয়াডের ক্রিকেটারদের পরখ করে নিতেই ক্রিকেটারদের রদবদল করে খেলানো হতে পারে এই সিরিজে। বাংলাদেশ জয়ে শুরু করলেও নিজেদের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে বড় ব্যবধানে হেরেছিলো স্বাগতিক আয়ারল্যান্ড।

Exit mobile version