Site icon Jamuna Television

২৪ ঘণ্টার মধ্যে লেকহেড স্কুল খুলে দেয়ার নির্দেশ

জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে বন্ধ করে দেয়া লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমন্ডির শাখা দু’টি আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমানের বেঞ্চ আজ মঙ্গলবার দুপুরে এই আদেশ দেন। গত ৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ঢাকা জেলা প্রশাসনকে স্কুলটি বন্ধের নির্দেশ দেন। পরদিন স্কুলের ৩টি শাখা বন্ধে করে দেন ম্যাজিস্ট্রেট।

পরে অভিভাবকদের পক্ষে হাইকোর্টে রিট করা হলে গত সপ্তাহে হাইকোর্ট স্কুল বন্ধের আদেশ কেনো অবৈধ ঘোষণা হবে না- জানতে রুল জারি করেন। শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, জেলা প্রশাসক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের রুলের জবাব দিতে বলা হয়।

এ নিয়ে শুনানি শেষে হাইকোর্টের বেঞ্চ আজ আদেশ দিলেন। এছাড়া যে কোনো তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে লেকহেড গ্রামার স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Exit mobile version