Site icon Jamuna Television

দুর্বৃত্ত নেতৃত্বের কারণেই বিএনপি ও বিশ দলীয় জোটে ভাঙ্গন: তথ্যমন্ত্রী

দুর্বৃত্ত নেতৃত্বের কারণেই বিএনপি ও বিশ দলীয় জোটে ভাঙ্গন ধরেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, একই কারণে ঐক্যফ্রন্টেও ভাঙ্গানের সুর এখন।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, দেশের গণতন্ত্রের জন্য সব থেকে বড়ো হুমকি বিএনপি নিজেই। দলটিকে দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয়ভাবে পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার আরও মূল্যায়িত হবার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

Exit mobile version