Site icon Jamuna Television

ডায়নামাইটসের বিরুদ্ধে ব্যাটিংয়ে টাইটানস

একদিন বিরতির পর আজ মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে ঢাকা ডায়নামাইটস। শেষ খবর পযর্ন্ত খুলনার সংগ্রহ ৭ ওভারে ২ উইকেটে ৩২ রান।

৪র্থ ওভারেই স্বাগতিক দর্শকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ৩৪ রানে প্যাভিলিয়নে ফেরান ওপেনার মাইকেল ক্লিংগারকে। এরপর ধীমান ঘোষ ২ রানে ফিরলে ২৯ রানেই ২ উইকেট হারায় টাইটানস।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ব্যাটিং অর্ডারের শক্তি বাড়াতে একাদশে ভিড়িয়েছে নাদিফ চৌধুরীকে, জায়গা হারিয়েছেন পেসার মোহাম্মদ শহীদ।আর খূলনার একাদশে পরিবর্তন ২টি; চ্যাডউইক ওয়ালটন ও মোশাররফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন আকিলা ধনাঞ্জয়ে ও ধীমান ঘোষ।

এদিকে দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৬টায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। টানা ২ জয়ে আজকের ম্যাচ নিয়ে বেশ স্বস্তিতেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরছেন অধিনায়ক তামিম ইকবাল। এই বাঁ-হাতির ব্যাটিংয়ের সঙ্গে সালাউদ্দিন শীষ্যদের বড় ভরসা মোহাম্মদ নবী-রশিদ খানের দারুণ ফর্ম।

Exit mobile version