Site icon Jamuna Television

ওয়ার্নার রোহিত ধাওয়ানকে পেছনে ফেলে শীর্ষে তামিম

ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, শিখর ধাওয়ানের মতো ওপেনারদের পেছনে ফেললেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে গেল দুই বছরে উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে শীর্ষে তিনি।

বিগত দুই বছরে ২৩ ম্যাচে ৭৩.৮৮ গড়ে ১ হাজার ৩৩০ রান করেছেন তামিম। এ নিয়ে আলোচিত সময়ে ওপেনারদের মধ্যে ব্যাটিং গড়ে সবার ওপরে আছেন তিনি।

পরের স্থানে আছেন রোহিত। টাইগার ড্যাশিং ওপেনারের চেয়ে ২০ ম্যাচ বেশি খেললেও গড়ে পিছিয়ে আছেন ভারতীয় ওপেনার। এসময়ে ৪৩ ম্যাচে ৭১.৬৫ গড়ে ২ হাজার ৫০৮ রান করেছেন তিনি।

এ তালিকায় তিনে আছেন পাকিস্তানের ওপেনার ইমাম উল হক। গত দুই বছরে ১৭ ম্যাচে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেছেন তিনি। ২৭ ম্যাচে ৫৬.৫২ গড়ে ১ হাজার ৩০০ রান করে তালিকায় চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ ফখর জামান।

সবশেষ দুই বছরে ৫৪.৮০ গড়ে ১ হাজার ৩৭০ রান নিয়ে পাঁচে আছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। আর ১৫ ম্যাচে ৫০.৪২ গড়ে ৭০৬ রান নিয়ে ষষ্ঠ স্থানে আছেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।

এছাড়া ১২ ম্যাচ খেলে ৪৮.৮৩ গড়ে ৫৮৬ রান করে আজিঙ্কা রাহানে সপ্তম (ভারত) এবং ৪২ ম্যাচে ৪৮.৭১ গড়ে ১ হাজার ১৯ রান নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছেন শিখর ধাওয়ান (ভারত)।

উল্লেখ্য, গেল দুই বছরে ওপেনার হিসেবে কমপক্ষে ১০ ম্যাচ খেলেছেন তাদেরই এ রেকর্ডে রাখা হয়েছে।

Exit mobile version