Site icon Jamuna Television

বাসের আগাম টিকিট বিক্রি ১৭ মে শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট আগামী ১৭ মে বিক্রি শুরু করবেন পরিবহন মালিকরা। রাজধানীর গাবতলী ও আশপাশ এলাকার কাউন্টার থেকে এসব টিকিট বিক্রি করা হবে। আসন থাকা সাপেক্ষে টিকিট বিক্রি চলবে। বৃহস্পতিবার বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, আমরা সভা করে আগামী ১৭ মে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ওইদিন সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে।

তিনি বলেন, সভায় আমরা কম বা বেশি ভাড়া না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেয়া হবে।

বাস কোম্পানির মালিকরা জানান, প্রতিবছরই গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হয়। এবারই একই ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে।

তারা আরও জানান, এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। আগামী ৩০ মে থেকে মানুষ বাড়ি যেতে শুরু করবেন বলে আশা করছেন তারা। ৩১ মে শুক্রবার ও পহেলা জুন শনিবার পড়ায় অনেকেই আগে ভাগে ছুটি নিয়ে বাড়ি চলে যাবেন। আগামী ৪ জুন থেকে তিন দিন ঈদের ছুটি থাকার কথা রয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, বিভিন্ন রুটে বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক পরিবহন কম ভাড়ায় যাত্রী পরিবহন করেন। আগামী ২৭ মে থেকে তারা আর কম ভাড়ায় যাত্রী বহন করবেন না।

Exit mobile version