Site icon Jamuna Television

নাটোরের সেই ক্লিনিক সিলগালা, লক্ষাধিক টাকা জরিমানা

যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর নাটোরে অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করা হয় এক লাখ টাকা জরিমানা। আজ দুপুরে নাটোর সদরের আহমেদপুরে ভুয়া ডাক্তার সাত্তারের কথিত ক্লিনিকে, অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি দল।

এসময় আর কখনও চিকিৎসা কার্যক্রম চালাবেন না, এমন মর্মে মুচলেকা নেয়া হয় সাত্তারের কাছ থেকে। দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চিকিৎসার নামে রমরমা বাণিজ্য চালানো নিয়ে বুধবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর থেকেই রোগীদের সরিয়ে গা ঢাকা দিয়েছিলেন সাত্তার।

Exit mobile version