Site icon Jamuna Television

৮ দিনে ধর্ষণের শিকার ৪১ শিশু

চলতি মাসের ৮ দিনেই সারাদেশে ধর্ষণের শিকার হয়েছে ৪১ শিশু। আর ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন ৩ শিশু। মানুষের জন্য ফাউন্ডেশনের এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি মাসের ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ছয়টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে দেখেছে ৩৭টি মেয়ে শিশু এবং ৪টি ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৩ জনের ওপর। ধর্ষণের শিকার হয়ে মারা গেছে ৩টি মেয়ে শিশু। আহত হয়েছে ৪১ শিশু।

বিজ্ঞপ্তিতে সংস্থাটি কিশোরগঞ্জের কটিয়াদী থেকে বাজিতপুরের পিরিজপুর বাসস্ট্যান্ড যাওয়ার পথে যাত্রীবাহী বাসে শাহিনুর আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক ও উৎকণ্ঠা প্রকাশ করেছে।

Exit mobile version