Site icon Jamuna Television

ভোলায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ভোলার লালমোহন উপজেলাকে শতভাগ মাদক মুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় তিনি বলেন, মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং এর মতো অপরাধের সাথে জড়িতদের কোনো ধরণের ছাড় দেয়া হবে না। অপরাধী দলীয় নেতাকর্মী হলেও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। পরে ক্লিন লালমোহন-গ্রীন লালমোহন কর্মসূচির উদ্বোধন করেন নুরুন্নবী চৌধুরী শাওন।

Exit mobile version