Site icon Jamuna Television

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ডেনমার্ক

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে ডেনমার্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথম ফরেন অফিস কনসালটেশন শেষে এ কথা জানিয়েছে ড্যানিশ প্রতিনিধি দল।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। আর ডেনমার্কের স্টেট সেক্রেটারি মার্টিন বিলে হারমেন ছিলেন সফররত দলের প্রধান।

বৈঠকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন ইউরোপীয় দেশটির কূটনীতিকরা। তারা জানান, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অর্থ সহায়তাসহ এ সমস্যার সমাধানে সহায়তা করবে ডেনমার্ক। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১টি চুক্তি স্বাক্ষর হয়।

Exit mobile version