Site icon Jamuna Television

হিযবুত তাহরী’র সক্রিয় সদস্য ও আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের একজন সক্রিয় সদস্য এবং আইটি বিশেষজ্ঞ রিয়াজ উদ্দীন সিপাইকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মাহিদুজ্জামান বলেন, বৃহস্পতিবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর আইটি বিশেষজ্ঞ রিয়াজ ও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সে গত তিন বছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, দনিয়া ও গেন্ডারিয়া এলাকায় হিযবুত তাহরিরের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সমন্বয়ের পাশাপাশি প্রযুক্তিগত যোগাযোগ করে কথিত খেলফতের চেষ্টা করছিল রিয়াজ। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

Exit mobile version