Site icon Jamuna Television

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

চলতি সপ্তাহে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ নিশ্চিত করে এ তথ্য।

জানা যায়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কুসং থেকে ছোঁড়া হয় স্বল্প মাত্রার দু’টি ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় শুক্রবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ক্ষেপণাস্ত্রগুলোর উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন, খোদ কিম জং উন। কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনা এগিয়ে নেয়ার জন্য শীর্ষ মার্কিন কর্মকর্তারা সিউলে পৌঁছানোর কয়েক ঘণ্টা পরই চালানো হয় এ পরীক্ষা।

বিশ্লেষকদের অভিমত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দু’দফা বৈঠকের ব্যর্থতা থেকেই সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো। এরমাধ্যমে, মূলত ওয়াশিংটনের নজর কাড়তে চাইছে পিয়ংইয়ং।

এর আগে গেল শনিবার, বেশ কয়েকটি রকেট ও অন্তত একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি।

Exit mobile version