Site icon Jamuna Television

মাদারীপু‌রে এক জনকে কু‌পি‌য়ে হত্যা: ইউপি চেয়ারম্যানের দিকে অভিযোগ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপু‌রের রা‌জৈ‌রে পূর্ব শত্রুতার বি‌রো‌ধের জের ধ‌রে সো‌হেল হাওলাদার (৩২) না‌মে এক তরুণ‌কে কুপি‌য়ে হত্যা করার অভিযোগ এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে, নিহদের স্বজন‌রা এ অভিযোগ করেন। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবী করেন, জেলার রা‌জৈর উপ‌জেলার বা‌জিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলা‌মের সা‌থে দীর্ঘ‌দিন ধ‌রে একই এলাকার মৃত আবদুল খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে‌দের সা‌থে স্থানীয় ভাবে বি‌রোধ চ‌লে আস‌ছিল। সেই বি‌রো‌ধের জের ধ‌রে বৃহস্প‌তিবার রাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও তার লোকজন মি‌লে মজুমদার বাজা‌রের ব্রিজের কা‌ছে সো‌হেল হাওলাদার‌কে একা পে‌য়ে উপর্যুপরি ভা‌বে কু‌পি‌য়ে আহত করে। দ্রুত রা‌জৈর উপ‌জেলা হাসপাতা‌লে নি‌য়ে আসে নিহতের স্বজনেরা। দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হলে পথেই সে মারা যায়।

রাজৈর থানার ওসি মোঃ শাহজাহান মিয়া জানান, এই ঘটনার সা‌থে অভিযুক্তদের গ্রেপ্তা‌রে অভিযান চালানো হ‌চ্ছে। যারাই অপরাধী হোক, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Exit mobile version