Site icon Jamuna Television

লন্ড‌নে তারাবির নামাজের সময় মসজিদে গুলি

রমজান মাসে লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস জামে মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এ সময় মুসল্লিরা মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। বৃহস্প‌তিবার স্থানীয় সময় রাত ১১টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) দি‌কে এ ঘটনা ঘটে। পরে মসজিদটি বন্ধ করে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনের মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র। তার বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব লন্ড‌নের বাংলা‌দেশি অধ্যু‌ষিত এলাকা ইল‌ফো‌র্ডের সে‌ভেন কিংস মস‌জি‌দে গু‌লির এ ঘটনা ঘ‌টে‌। এতে কোনো হতাহতের ঘটনা ঘ‌টে‌নি।

মস‌জিদ‌টি আপাতত বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে এবং এলাকাজু‌ড়ে অবস্থান নি‌য়ে‌ছে বিপুলসংখ্যক পু‌লিশ। গুলির ঘটনার কারণ ও বন্দুকধারী শনাক্ত করতে পারেনি পুলিশ।

এই খবর ছড়িয়ে পড়লে লন্ডনে বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে লন্ডন পুলিশ বলছে, গুলির ঘটনার সঙ্গে জঙ্গিদের কোনো সংযোগ নেই।

Exit mobile version