Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ার চার কোটি ৬০ লাখ নোটে ভুল বানান

অস্ট্রেলিয়ায় ৫০ ডলার মূল্যমানের চার কোটি ৬০ লাখ ভুল বানান সম্বলিত নোট বাজারে ছেড়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক দ্য রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া (আরবিএ) নোটটিতে ‘responsibility’ লেখার একটি ‘i’ বাদ দিয়ে ভুলে ‘responsibilty’ লিখে ফেলেছে।

বুধবার অনাকাঙ্ক্ষিত এই ভুলের কথা স্বীকার করেছে আরবিএ। খবর ডেইলি সাবাহ ও বিবিসির।

খবরে বলা হয়, ভুল বানানের ৫০ অস্ট্রেলীয় ডলারের ৪ কোটি ৬০ লাখ নোট বর্তমানে অস্ট্রেলিয়ার জনগণের হাতে হাতে ঘুরছে।

গত বছরের শেষ দিকে নতুন নকশায় ওই ব্যাংক নোটটি বাজারে ছাড়া হয়। নতুন নকশার এক পাশে রাখা হয়েছে দেশটির প্রথম নারী এমপি ইডেথ কাওয়ানের ছবি। অন্যপাশে রয়েছে অস্ট্রেলিয়ার বিশিষ্ট লেখক ডেভিড উনাইপনের ছবি।

বানানের ওই ভুলটি হয়েছে ইডেথ কাওয়ানের ছবির পাশে। ইডেথ কাওয়ানের ছবির পেছনে দেখা যায়, ঘাসে আচ্ছাদিত একটা পথ প্রসাদের দিকে গেছে।

আসলে ওই পথটি তৈরি করা হয়েছে আণুবীক্ষণিক হরফে লেখা একটি বাক্যকে একাধিকবার পাশাপাশি সাজিয়ে। ওই বাক্যটি মূলত কাওয়ানের সংসদ সদস্য হওয়ার পর একটি উক্তি।

কাওয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, প্রথম নারী হিসেবে পার্লামেন্টে আসাটা এক বিশাল দায়িত্ব (responsibility)। আমি জোর দিতে চাই ওই সব প্রয়োজনীয় বিষয়ে, যেগুলো অন্য নারীদের এখানে আসার পথ করে দেবে।

এই বাক্যটি বেশ কয়েকবার আণুবীক্ষণিক হরফে ছাপা হয়েছে এবং প্রতিবার ওই বাক্যের ‘responsibility’ থেকে একটি ‘i’ বাদ পড়েছে। তবে ওই ভুলটি ধরা পড়তে সময় লেগেছে প্রায় ছয় মাস।

অস্ট্রেলিয়ায় ৫০ ডলারের নোট সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর তাই এটি আরও সহজলভ্য করতে এবং জাল ঠেকাতে গত বছরের অক্টোবরে নোটটিতে নতুন নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ।

আর ওই বৈশিষ্ট্য যোগ করতে গিয়েই এমন ভুল করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে এই ভুলের পরও অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটটি বৈধ হিসেবেই বাজারে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

Exit mobile version