Site icon Jamuna Television

দেশে ফিরতে যেসব শর্ত দিলেন জাকির নায়েক

গত ৩ বছর ধরে নিজ দেশ ভারতের বাইরে রয়েছেন ইসলামের ধর্মপ্রচারক জাকির নায়েক। গ্রেফতার এড়াতে বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। জাকির নায়েক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও শর্ত সাপেক্ষে দেশে ফিরতে চান জাকির নায়েক।

সম্প্রতি দ্যা উইক ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি বলেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যও তদন্তের মুখোমুখী হতে হবে। সেই কারণে দেশে ফেরাটা একান্তই দরকার। এই বিষয়ে শর্ত দিয়েছেন জাকির নায়েক।

তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমার কোনও দোষ প্রমাণ হচ্ছে ততক্ষণ আমায় গ্রেফতার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট আমায় এই আশ্বাস দিলে আমি দেশে ফিরতে রাজি। মালয়েশিয়াতে গিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ জেরা করতে চাইলে তা করতে পারে বলে জানিয়েছেন জাকির।

জাকির নায়েক আরো বলেন, ইতিহাস দেখলে দেখা যাবে যে ৯০ শতাংশ মুসলিমের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে অভিযুক্ত করা হয় এবং ১০-১৫ বছর পরে সে আবার মুক্তি পায়। আমিও তেমনই একজন। এই দশ বছর আমায় আড়ালে চলে যেতে হবে আর আমার গবেষণা শিকেয় উঠবে। আমি কেন বোকা হতে যাব।

২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে ঘটে যায় ভয়াবহ জঙ্গিহানা। সেই ঘটনার সঙ্গে নাম জড়ায় জাকির নায়েকের। হামলাকারীরা জাকিরের বক্তব্য শুনে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়েছিল বলে দাবি করে বাংলাদেশ সরকার। এরপর থেকেই তার বিরুদ্ধে নামে নয়াদিল্লি। গত মাসে শ্রীলঙ্কায় আত্মঘাতী হামালার পিছনেও জাকিরের বক্তব্যের তত্ত্ব সামনে আসে।

এ বিষয়ে জাকির নায়েক বলেন, কোনও জঙ্গি বলেছে যে আমি ওদের বোম মারতে বলেছি? উত্তর না হবে। চ্যালেঞ্জ করে বলতে পারি যে সাধারণ নিরীহ মানুষকে মারার জন্য আমি কখনও কাউকে অনুপ্রণিত করিনি। যদি এমন কেউ বলে সে মিথ্যা বলছে।

Exit mobile version