Site icon Jamuna Television

প্রতিপক্ষ সমর্থককে ঘুষি মারায় ৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিন সপ্তাহ আগে কাপ ডে ফ্রান্সের ফাইনালে পিএসজির পরাজয়ের পর প্রতিপক্ষের এক সমর্থককে ঘুষি মারার অপরাধে তার ওপর এই নিষেধাজ্ঞার খড়গ এলো।

রেনের বিরুদ্ধে ওই ম্যাচে ২-২ গোলে ড্র করার পর ট্রাইব্রেকারে হেরে যায় পিএসজি। খেলা শেষে মেডেল আনতে যাওয়ার সময় ওই সমর্থক নেইমারকে ব্যঙ্গ করলে তাকে ঘুষি মারেন পিএসজি তারকা।

আরেক দর্শকের ধারণ করা সেই দৃশ্য দেখার পর সমালোচনায় বিদ্ধ হতে থাকেন এ ফরোয়ার্ড। তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।

তদন্ত শেষ করে শুক্রবার নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার কথা জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে গালি দিয়ে সমান পরিমাণ ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার!

নিষেধাজ্ঞায় চলতি মৌসুমে এক প্রকার ঘরোয়া ফুটবলই শেষ হয়ে গেছে নেইমারের। শনিবার অ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে। খেলতে পারবেন না দিওন ও রেইমসের বিপক্ষে পিএসজির মৌসুম শেষের দুই লিগ ম্যাচেও।

Exit mobile version