Site icon Jamuna Television

ফরহাদ মজহারকে অপহরণের সত্যতা পাওয়া যায়নি: পুলিশ

ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগের ‘সত্যতা পাওয়া যায়নি’ বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। একই সাথে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পাল্টা মামলা করার অনুমতি চাওয়া হয়েছে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহবুববুল হক আজ মঙ্গলবার ঢাকার মহানগর আদালতে ওই প্রতিবেদন জমা দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই নিজাম উদ্দিন জানান।

তিনি বলেন, ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতারের করা মামলার সত্যতা পাওয়া যায়নি। আসল ঘটনা ওই মামলায় আড়াল করা হয়েছে এমন পর্যবেক্ষণসহ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

‘মিথ্যা তথ্য দিয়ে’ মামলার দায়ের করায় ফরিদা আখতার ও ফরহাদ মজহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য চূড়ান্ত প্রতিবেদনে যে আবেদন করা হয়েছে তার ওপর আদালত আগামী ৭ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

Exit mobile version